ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় বান্দরবান চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৭-২২ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-০৮ গোলে এগিয়ে ছিল।

জাতীয় যুব হ্যান্ডবলের প্রথম আসরেও চ্যাম্পিয়ন ছিল বান্দরবান। ২০২১ সালে পরের আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা জেলা। দুই বছর পর আজ (বুধবার) বান্দরবান শিরোপা পুনরুদ্ধার করেছে। 

ফাইনালে বান্দরবানের অংটাইমং মার্মা সর্বোচ্চ ১৪টি গোল করেন এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ও জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম-সচিব মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঁচ দিন ব্যাপী জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার এবারের আসরে মোট ৬টি জেলার যুব দল অংশ নেয়। তাদের নিয়ে খেলা অনুষ্ঠিত হয় লিগ পদ্ধতিতে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল ঢাকা ও বান্দরবান সরাসরি ফাইনাল খেলে।

এজেড/এএইচএস