আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে দাবা প্রিমিয়ার লিগ। প্রথম রাউন্ডের খেলায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে দেশি দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজীবের দলের মধ্যে। বাংলাদেশ বিমান ২-২ গেম পয়েন্টে পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে ড্র করেছে। টুর্নামেন্টটিতে এবার শিরোপার লড়াইটা ত্রিমুখী— পুলিশ, পল্লী সঞ্চয় ও বিমানের মধ্যে। প্রথম রাউন্ডেই মুখোমুখি হয়েছে পল্লী সঞ্চয় ও বিমান। দুই দলের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় দুই দলই শিরোপা দৌড়ে সমানভাবে টিকে রইল।

বাংলাদেশ বিমানের ভারতীয় গ্র্যান্ডমাস্টার ভি প্রনভ পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবকে, পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ডমাস্টার মাকসিম চিগায়েভ বাংলাদেশ বিমানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন। পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ডমাস্টার ইনিয়ান পা ও অনত চৌধুরী যথাক্রমে ড্র করেন বাংলাদেশ বিমানের গ্র্যান্ডমাস্টার নারায়নান শ্রীনাথ ও ফিদে মাস্টার নাইম হকের সঙ্গে। 

দলীয় প্রতিযোগিতায় প্রতি রাউন্ডে চারটি বোর্ড। প্রতিটি দলে দাবাড়ু সংখ্যা চার করে, যারা প্রতিপক্ষের চারজনকে মোকাবিলা করেন। জিতলে এক পয়েন্ট, হারলে শূন্য আর ড্র হলে দুই পক্ষের ভাগে ০.৫ করে। চার বোর্ডের ফলাফলের ভিত্তিতে একটি রাউন্ডের আনুষ্ঠানিক স্কোর হয়।

রাজীব ও নিয়াজের দলের পয়েন্ট হারানোর দিনে জয়ের পথে রয়েছে আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের দল। বাংলাদেশ পুলিশ ৩-০ গেম পয়েন্টে মানহা’স ক্যাসেলের বিপক্ষে এগিয়ে আছে। বাংলাদেশ পুলিশের পক্ষে সামভেল, গ্র্যান্ডমাস্টার অভিম্যানু পৌরনিক ও জিয়াউর রহমান যথাক্রমে মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক ও শুভ্রদিপ্ত দাসকে পরাজিত করেছেন।

জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ২.৫–১.৫ গেম পয়েন্টে পরাজিত করেছে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে। শেখ রাসেল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ড্র করে। লিওনাইন চেস ক্লাব ১.৫–০.৫ গেম পয়েন্টে এগিয়ে আছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের বিপক্ষে। 

তিতাস ক্লাবের এই রাউন্ডে বিরতি ছিল। আগামীকাল দ্বিতীয় রাউন্ডের খেলা। বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। দল না করায় সাইফ স্পোর্টিং ক্লাব ইতোমধ্যে প্রথম বিভাগে অবনমিত হয়েছে এবং চূড়ান্ত রাউন্ড শেষে সর্বনিম্ন স্থান প্রাপ্ত আরেকটি দল প্রথম বিভাগে নেমে যাবে।

এজেড/এএইচএস