প্রিমিয়ার লিগ দাবায় আবারও পয়েন্ট হারিয়েছে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের দল পল্লী সঞ্চয় ব্যাংক। প্রথম রাউন্ডে বাংলাদেশ বিমানের পর আবার তৃতীয় রাউন্ডে ড্র করেছে রাজীবের দল। বাংলাদেশ নৌবাহিনী ২-২ গেম পয়েন্টে পল্লী সঞ্চয় ব্যাংকের সাথে ড্র করে। 

বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার মনন রেজা নীড় যথাক্রমে পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও অনত চৌধুরীকে পরাজিত করেন। পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ড মাস্টার মাকসিম চিগায়েভ ও গ্র্যান্ড মাস্টার ইনিয়ান পা যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনকে পরাজিত করেন।

বাংলাদেশ পুলিশ তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ পুলিশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। আজ (শনিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মোহাম্মদ ফাহাদ রহমান ও গ্র্যান্ড মাস্টার তর-শাহাকিয়ান সামভেল যথাক্রমে তিতাস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চত্রবর্তীকে পরাজিত করেন। 

তিতাস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইর শাহ শেখ ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস যথাক্রমে বাংলাদেশ বিমানের গ্র্যান্ড মাস্টার অভিম্যানু পৌরনিক ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সাথে ড্র করেন।

বাংলাদেশ বিমান ৩-১ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ বিমানের পক্ষে গ্র্যান্ড মাস্টার ভি প্রনভ ও ফিদে মাস্টার নাইম হক যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের মোহাম্মদ আব্দুল মালেক ও আসিফ মাহমুদকে পরাজিত করেন। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও গ্র্যান্ড মাস্টার নারায়নান শ্রীনাথ যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার ভি এস রথনভেল ও আন্তর্জাতিক মাস্টার হরিকৃষ্ণাণ রা এ এর সাথে ড্র করেন। বাংলাদেশ বিমান ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

মানহা’স ক্যাসেল গেম ৩.৫-০.৫ পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে। মানহা’স ক্যাসেলের আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন, ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক ও শুভ্রদিপ্ত দাস যথাক্রমে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির শেখ রাশেদুল হাসান, মিহির লাল দাস ও আব্দুল্লাহ আল রাইসনকে পরাজিত করেন। মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি’র ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সাথে ড্র করেন।  

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সাথে ড্র করে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আলেখ্য মুখোপাধ্যায় ও অঙ্কিত রায় যথাক্রমে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ক্যান্ডিডেট মাস্টার মোঃ নাসিম হোসেন ভূঁইয়া ও তানভীর আলমকে পরাজিত করেন। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের মৃত্তিকা মল্লিক ও দিয়া চৌধুরী যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মোঃ হাসান ঈমাম ও তাশরিক সায়হান শানকে পরাজিত করেন। 

আগামীকাল চতুর্থ রাউন্ডের খেলা।

এজেড/জেএ