প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া। তার জন্মদিন উপলক্ষ্যে ‘ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন’ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করেছে। জাতীয় প্রেসক্লাবের ওই অনুষ্ঠানে দু’জন ক্রীড়াবিদকে পুরস্কৃত করেছে সংস্থাটি। 

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের মধ্যে ড. এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক দেওয়া হয়। এ বছর সাহিত্যে কবি, কথাকার ও লোকসাহিত্য গবেষক রাজু অনার্য, ক্রীড়ায় সাবেক ফুটবলার ও সহকারী ফিফা-রেফারি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জী (চন্দন), ক্রীড়া সংগঠক হিসেবে বাফুফের নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি এ সম্মাননা পান। পদকপ্রাপ্ত গুণীজনরা বলেন, ‘এ স্বীকৃতি আমাদের কাজের অগ্রগতিকে আরও বেগবান ও সামনে এগিয়ে যেতে উৎসাহ যোগাবে।’

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার নন্দী। এতে বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ ফাউন্ডেশনের আরও অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

এজেড/এএইচএস