স্বাধীনতা দিবস ওয়াটারপোলো
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সাতার ফেডারেশন স্বাধীনতা দিবস ওয়াটারপোলো আয়োজন করেছে৷ আজ শনিবার সকালে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স মিরপুরে এই প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়াটারপোলো দলের খেলোয়াড়দের সমন্বয়ে লাল দল ও সবুজ দল গঠন করে ওয়াটারপোলো প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনী খেলায় লাল দল ৭-৪ গোলে সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজ্ঞাপন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ক্যাপ্টেন মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ-সভাপতি নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
এজেড/জেএ
বিজ্ঞাপন