বাংলাদেশ কাবাডি গত তিন বছর ধরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় এবারও ২৬ মে থেকে ৩ জুন স্বাগতিক বাংলাদেসহ ১২ দেশ নিয়ে এই আসর অনুষ্ঠিত হবে। বিদেশি দলের তালিকা চূড়ান্ত করেছে কাবাডি ফেডারেশন। ২৩ ও ২৪ মে বিদেশি দলগুলো ঢাকায় আসবে। পরদিন গ্রুপিং ও ফিকশ্চার তৈরি করা হবে ম্যানেজার্স মিটিংয়ে।

এই আসরে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া, উগান্ডা এবং এশিয়ার দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা ও নেপাল। এই টুর্নামেন্টে কাবাডির অন্যতম পরাশক্তি পাকিস্তানের অংশ নেওয়ার কথা ছিল। ভিসা জটিলতায় কাবাডি ফেডারেশন শেষ পর্যন্ত পাকিস্তানকে বাদ দিয়ে সফরকারী দল চূড়ান্ত করেছে।

বাংলাদেশ কাবাডি দল গত তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল। নিজেদের আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও এশিয়ান গেমসে চরম ব্যর্থ হয়েছে তারা। নেপাল ও চাইনিজ তাইপের কাছে হেরে ছেলে-মেয়ে উভয় দল ব্রোঞ্জ হারিয়েছে। তাই নিজেদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে তৃপ্তির ঢেকুর তোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।

এবার দল নির্বাচনে কাবাডি ফেডারেশন খানিকটা পরিপক্বতা দেখিয়েছে। প্রথমবারের মতো অংশ নেবে সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। এসব দেশের মূল জাতীয় দল আসলে বাংলাদেশের প্রস্তুতি ভালোই হবে। গত তিনবার এই টুর্নামেন্ট হয়েছে কাবাডি কোর্টের পাশে ভলিবল স্টেডিয়ামে। এবার অনুষ্ঠিত হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। 

এজেড/এএইচএস