বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অন্যতম কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ। চলমান ৪২তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ভালো যাচ্ছে না বর্ষীয়ান এই দাবাড়ুর। পাঁচ রাউন্ড শেষে তার পয়েন্ট মাত্র দেড় (১.৫)। তিন রাউন্ডে ড্র আর দুই রাউন্ডে হেরেছেন। এখনও জয়ের দেখা পাননি। 

আজ (শুক্রবার) পঞ্চম রাউন্ডে রাণী হামিদ হেরেছেন ক্যান্ডিডেট মাস্টারের কাছে। মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করে খেলে ২৬ চালে জয়ী হয়েছেন। এর আগে মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ দ্বিতীয় রাউন্ডে হেরেছিলেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমের কাছে। 

ওয়ালটন ৪২তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সাড়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থানে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ ও কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যুগ্মভাবে আছেন দ্বিতীয় স্থানে। সাড়ে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা তৃতীয়।

আজ পঞ্চম রাউন্ডে ফিদে মাস্টার নোশিন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিনকে পরাজিত করেন। নোশিন আঞ্জুম কালো ঘুঁটি নিয়ে শারমীন সুলতানা শিরিনের ক্যাটালন ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৫ চালে জয়ী হন। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ নিজ দলের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেছেন। ওয়াদিফা আহমেদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে খেলে জয়ী হন ২৯ চালে।

মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করেন, তাইমানভ বিশ্লেষণ ধারায় এ খেলাটি ৩৬ চালের মাথায় ড্র হয়। নড়াইলের নীলাভা চৌধুরী পরাজিত করেন গোপালগঞ্জের ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবাকে। নীলাভা চৌধুরী সাদা ঘুঁটি নিয়ে ইশরাত জাহান দিবার সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৪৩ চালের মাথায় জয়ী হন। তাবাসসুম সাদিয়া শাহজাহান বাংলাদেশ পুলিশের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেছেন। তাবাসসুম সাদিয়া শাহজাহান সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড এর অর্থডক্স ডিফেন্স পদ্ধতির খেলায় চালে জয়ী হন ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে। 

এজেড/এএইচএস