চ্যাম্পিয়ন রাজীবকে রুখলেন সম্ভাবনাময় নীড়
বাংলাদেশের দাবার নতুন সম্ভাবনাময় দাবাড়ু ফিদে মাস্টার মনন রেজা নীড়। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বর্তমান চ্যাম্পিয়ন। দেশের অন্যতম সেরা দাবাড়ু রাজীবকে জাতীয় দাবায় রুখে দিয়েছেন নীড়। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতি অবলম্বন করে খেলে ২৩ চালের মাথায় ফিদে মাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন।
দ্বিতীয় রাউন্ডে পয়েন্ট হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীব। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ কালো ঘুঁটি নিয়ে সিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করেন তাইমানভ বিশ্লেষন ধারার খেলায় ৮ চালে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হক (রেটিং-২১৮৭) বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীর (রেটিং-২১৩২) সাথে ড্র করেন। পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীর (রেটিং-২১৫৫) বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের (রেটিং-২৪৩৭) সাথে ড্র করেন। আজ সাত বোর্ডের মধ্যে চার বোর্ডের খেলাই ড্র হয়েছে।
গতকাল প্রথম রাউন্ডে জিয়াউর রহমান ড্র করেছিলেন। আজ দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৪২৩) বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন (রেটিং-২২২৮)-কে পরাজিত করেন। রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায় (রেটিং-১৯৮৯) বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম (রেটিং-২১১৫)-কে পরাজিত করেন। বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২২৪১) বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ (রেটিং-২১১২)-কে পরাজিত করেন।
বিজ্ঞাপন
দ্বিতীয় রাউন্ড শেষে দেড় পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ারর জিয়া মিলিতভাবে শীর্ষে আছেন।
১ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, অনত চৌধুরী, ফিদে মাস্টার নাইম হক ও অমিত বিক্রম রায় দ্বিতীয় স্থানে। আধা পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী তৃতীয় স্থানে।
এজেড/এইচজেএস