জুলাই-আগস্ট ইউরোপে মূলত গ্রীষ্মকাল। গত দুই দিনই ফ্রান্সের প্যারিসের সকাল ছিল শীতের আবহে। গুড়িগুড়ি বৃষ্টি দিয়ে শুরু হয়েছে গতকালের সকাল। আজকের সকালও আকাশ কালো ও ভারী। সকাল গড়িয়ে দুপুর থেকেই আবার তীব্র রোদ। আগামীকাল ফ্রান্স সময় দুপুর আড়াইটায় বাংলাদেশের আরচ্যার সাগর ইসলাম রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে নামবেন।

তীর-ধনুকের খেলায় আবহাওয়া বিশেষত বাতাসের গতি-প্রকৃতি অত্যন্ত বিবেচ্য বিষয়। পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতেই মূলত সাগর খেলা শুরুর দিন পাঁচেক আগেই প্যারিসে এসেছেন। আবহাওয়া নিয়ে আরচ্যার সাগর বলেন, 'সকালের দিকে খানিকটা বাতাস থাকে। আমার ইভেন্ট দুপুরে তাই আজ দুপুরে অনুশীলন করেছি। আবহাওয়া তেমন সমস্যা হবে না। '

বাংলাদেশ আরচ্যারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ইউরোপিয়ান নাগরিক। তাই প্যারিসের আবহাওয়া সম্পর্কে ভালো ধারণা তার, ' আজ আমাদের চতুর্থ অনুশীলন দিন। ইউরোপের আবহাওয়ার বৈচিত্র্যতা নিয়ে সাগরকে ধারণা দিয়েছি। সাগর এখানে অনুশীলন করে অভ্যস্ত হয়েছে। গতকাল চার ঘন্টা আজ তিন ঘন্টার সেশন হয়েছে।'

আরচ্যারির ভেন্যু ইনভেলিডস প্যারিসের প্রাণকেন্দ্রেই। সীন নদীর তীরে আইকনিক আইফেল টাওয়ারের সন্নিকটেই তীর-ধনুকের লড়াই। ২৬ জুলাই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামীকালই শুরু র‍্যাংকিং রাউন্ড। আরচ্যারির অন্য টুর্নামেন্টে র‍্যাংকিং রাউন্ডে লক্ষ্য থাকে শীর্ষ ৬৪ জনের মধ্যে আসার। অলিম্পিকে অবশ্য ব্যক্তিগত ইভেন্টে ৬৪ জনই অংশগ্রহণ করছেন। ফলে প্রথম দিনেই বাদ পড়ার সম্ভাবনা নেই বাংলাদেশের আরচ্যারের। আগামীকালের রাউন্ড নিয়ে তার ভাবনা, 'আমি নিজের সেরাটা দিতে চাই শুরু থেকে। এর বেশি কিছু চাপ নিচ্ছি না। '

আরচ্যারিতে র‌্যাংকিং রাউন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ র‌্যাংকিং রাউন্ডে পজিশনের ভিত্তিতেই এলিমিনেশন/নক আউট পর্বের প্রতিপক্ষ নির্ধারণ হয়। র‌্যাংকিং রাউন্ডে ভালো পজিশনে থাকলে ৩২/১৬ এলিমিনেশন পর্বে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলা পড়ার সম্ভাবনা থাকে। তাছাড়া মানসিকভাবে শীর্ষ র‌্যাংকিংধারীরা এগিয়ে থাকেন। তুরস্কের আনতালিয়ায় অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টে সাগর র‌্যাংকিং রাউন্ডে এগিয়ে থাকায় বাংলাদেশের অন্য দুই আরচ্যার আব্দুল হাকিম রুবেল ও রাম কৃষ্ণের চেয়ে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়েছিলেন এলিমিনেশনে। 

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এর মধ্যে কেবল আরচ্যার সাগর ইসলামই সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। তাই তাকে ঘিরেই বাংলাদেশের স্বপ্ন। পদক জয়ের স্বপ্ন সেভাবে না থাকলেও অন্তত শীর্ষ আটের লড়াইয়ে থাকার প্রত্যাশা আছে ব্যাপকভাবেই। সেই পর্যায়ে যেতে হলে ধাপে ধাপে এগুতে হবে সাগরকে। আগামীকাল র‌্যাংকিং রাউন্ডের পর ইলিমেনশন রাউন্ডে ৬৪ থেকে ৩২ এরপর পর্যায়ক্রমে ১৬/৮/৪ ও পদকের লড়াই। 

১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করে বাংলাদেশ। ১১ বার অলিম্পিকে অংশগ্রহণ করেও বাংলাদেশের পদক নেই। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরে বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। ২০১৬ রিও অলিম্পিক থেকে অবশ্য এই ধারার ব্যতিক্রম ঘটছে। গলফার সিদ্দিক বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিক খেলেছেন। এরপর টোকিও অলিম্পিকে আরচ্যার রোমান সানা ও এবার প্যারিস অলিম্পিকে আরচ্যার সাগর ইসলাম সরাসরি নিজ যোগ্যতায় খেলছেন। 

বয়স মাত্র ১৮। এই বয়সেই সরাসরি অলিম্পিক খেলবেন রাজশাহীর ছেলে সাগর। অলিম্পিকের ভেন্যুতে দাড়িয়ে তার উচ্ছাস, ' আসলে অলিম্পিকের সঙ্গে অন্য খেলার তুলনা হয় না। আয়োজন, ব্যবস্থাপনা সব কিছুতেই অনন্য। আমাদের এই ভেন্যু খুব সুন্দর ও গোছালো। '

এজেড/জেএ