প্যারিস অলিম্পিক
বিয়ের আংটি হারালেন সিন নদীতে, এরপর স্ত্রীকে মজার বার্তা!
প্রিয়তমা স্ত্রীর দেওয়া আংটি সযতনে রাখার চেষ্টা করেন জীবনসঙ্গী স্বামী। কিন্তু এমন স্মারক যখন কোনোভাবে খোয়া যায়, তাহলে উদ্ভূত পরিস্থিতি তিনি কীভাবে সামলান? এমনই এক পরিস্থিতিতে পড়েছেন চলমান প্যারিস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ইতালিয়ান হাই-জাম্পার জিয়ানমার্কো তাম্বেরির সঙ্গে। এ জন্য স্ত্রী চিয়ারা বোন্তেমপি তাম্বেরির কাছে ক্ষমা চেয়ে তিনি মজার এক বার্তা দিয়েছেন।
এবারের প্যারিস অলিম্পিকে ইতালির পতাকাবাহক ছিলেন তাম্বেরি, যদিও তার সঙ্গে যৌথভাবে স্বদেশি পতাকার প্রতিনিধিত্ব করেছেন ফেন্সার আরিয়ানা এরিগো। পতাকা ওড়ানোর সময়েই সিন নদীতে তাম্বেরির বিয়ের আংটি পড়ে যায়। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে তুমুল বৃষ্টি হচ্ছিল, এতে ভেজা হাতেই পতাকা ওড়াচ্ছিলেন ২০২০ টোকিও অলিম্পিকের স্বর্ণজয়ী এই হাই-জাম্পার। ওই সময়েই অসাবধানতাবশত তার আঙুল গলে আংটি পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্ত্রী চিয়ারার কাছে ক্ষমা চেয়েছেন ৩২ বছর বয়সী এই অ্যাথলেট। আঙুল থেকে আংটি পড়ে যাওয়ার ঘটনা কাব্যিকভাবে ব্যাখ্যা করেছেন তাম্বেরি। তিনি লিখেছেন, ‘আমি খুবই দুঃখিত প্রিয়, খুবই দুঃখিত। অনেক বেশি পানি ছিল, আর (আমি) অনেক কিলো ওজন কমিয়েছি গত কয়েক মাসে। সে কারণে কিংবা কী ঘটতে চলেছে তা নিয়ে অতিরিক্তি উচ্ছ্বসিত হয়ে দায়িত্বজ্ঞানহীন হয়ে পড়ি, সে কারণেই হারিয়েছি আংটিটি।’
‘সম্ভবত তিনটি ঘটনা ঘটেছে, আমার যতটুকু মনে আছে আংটিটি স্লিপ খেয়ে পড়ছিল, আমি দেখছিলাম সেটি গড়িয়ে যাচ্ছে…। যতক্ষণ সম্ভব তাকিয়ে থেকে দেখি বোটে বাউন্স খায় সেটি। এরপর কয়েক মুহূর্ত, যা চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু যদি সেটি হারাতেই হতো, তাহলে এরচেয়ে ভালো কোনো জায়গা আমি চিন্তা করতে পারি না। এটি সবসময় ভালোবাসার শহরের (প্যারিস) নদীগর্ভে চিরস্থায়ী হয়ে থাকবে।’
বিজ্ঞাপন
এরপরই স্ত্রীকে মজার এক পরামর্শ দেন তাম্বেরি। তার হাতে থাকা আংটিটিও সেই সিন নদীতে ফেলে দেওয়ার আহবান জানিয়ে তিনি লেখেন, ‘তুমি চাইলে নিজেরটাও (আংটি) সিন নদীতে ফেলতে পারো। (তারপর) উভয়ই (আংটি) একসঙ্গে সেখানে থাকতে পারবে এবং আমরা আমাদের যৌথজীবন নবায়ন কিংবা নতুন করে ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার নতুন অজুহাত পেয়ে যাব।’
আরও পড়ুন
এমন রোমান্টিক ক্ষমাপ্রার্থনার জবাবও দিয়েছেন স্ত্রী চিয়ারা। তিনি লিখেছেন, ‘কেবল তুমিই এমন একটি বিষয়কে রোমান্টিকতায় পূর্ণ করতে পারো।’ এর আগে তাম্বেরি-চিয়ারা জুটি বিয়ের পিঁড়িতে বসেন ২০২২ সালের সেপ্টেম্বরে। অবশ্য তার আগে ২০২০ সালে টোকিও গেমসে খেলতে যাওয়ার আগে চিয়ারাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইতালির এই তারকা হাই-জাম্পার। সেই আসরে তাম্বেরি ছেলেদের হাই-জাম্পে কাতারের মুতাজ ইসা বারশিমের সঙ্গে যৌথভাবে স্বর্ণপদক জেতেন। পরে অলিম্পিক শেষে বিয়ে করেন প্রিয়তমাকে।
অবশ্য ভিন্ন কারণে ২০১১ সালে প্রথম বিশ্বক্রীড়াঙ্গনের মনোযোগ আকর্ষণ করেছিলেন তাম্বেরি। সেটি হচ্ছে তার ট্রেডমার্ক স্টাইল ‘অর্ধেক গোফ-দাড়ি’ নিয়ে প্রতিযোগিতায় হাজির হওয়া।
এএইচএস