করোনায় তছনছ ক্রীড়াবিদের সংসার, তিন দিনেই মৃত তিন
করোনাভাইরাস নামের মহামারিতে রীতিমতো দিশেহারা সবাই। দ্বিতীয় ঢেউ সামাল দিতে গিয়ে বেশ বিপাকেই পড়েছে পাশের দেশ ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃত্যের সংখ্যা। ঠিক এমন সময়ে এক হৃদয়বিদারক খবরে বাকরুদ্ধ দেশটির ক্রীড়াঙ্গনের অনেকেই।
দিল্লির রাজ্য বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন অমিত শর্মার পুরো পরিবারই শেষ করে দিল করোনা নামের এই মহামারি। কোভিড পজেটিভ হয়ে এক পরিবারেই নেই তিনজন। অমিত শর্মার মা মারা যান গত সোমবার। এরপর ৩৮ বছর বয়সী অমিত নিজে মঙ্গলবার দক্ষিণ দিল্লির এক হাসপাতালে লড়াই শেষে হার মানেন। এই মৃত্যের পরই তার ভাই অনুজ শর্মা মারা গেলেন বুধবার। একই পরিবারের তিনজন মানুষ তিন দিনের ব্যবধানেই চলে গেলেন।
বিজ্ঞাপন
এমন সময়ে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন অমিত শর্মার স্ত্রী। ছোট ছেলেকে নিয়ে কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। ভাবা যায়, একই পরিবারে একসঙ্গে তিন মৃত্যু, স্তব্ধ হয়ে আছেন অমিতের স্ত্রী।
দিল্লির বিলায়ার্ডস এবং স্নুকার অ্যাসোসিয়েশনের (ডিবিএসএ) ভাইস প্রেসিডেন্ট ছিলেন অমিত শর্মা। প্রতিভা অন্বেষণে কাজ করছিলেন তিনি। কিন্তু সেই কাজ শেষ করার আগেই মারা গেলেন অমিত। তার মৃত্যুতে শোকাহত দিল্লির ক্রীড়াঙ্গন। এমন আতঙ্কের জীবন থেকে কবে মুক্তি মিলবে, সে ভাবনাতেও অস্থির সবাই!
বিজ্ঞাপন
এটি