এবারের অলিম্পিকে অংশ নিয়েছেন তিনজন ইসরায়েলি অ্যাথলেট। তারা প্যারিসে হত্যার হুমকি পেয়েছেন। ইতোমধ্যেই এ বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফ্রান্স পুলিশ। 

ইসরায়েলি অ্যাথলেটসদের হত্যার হুমকি পাওয়ার বিষয়টি জানিয়েছেন অন্তবর্তীকালীন মন্ত্রী গেরাল্ড ডার্মানিন। তদন্তটি পরিচালনা করছেন, সামাজিক মাধ্যমে বৈষম্যবিরোধী সংগঠন।

হত্যার হুমকি পাওয়া তিন অ্যাথলেটসের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে। ইসরায়েলের আন্তঃনিরাপত্তা বিভাগ শেন বিট জানিয়েছে, তারাও অ্যাথলেটসদের নিরাপত্তা সহায়তা দিচ্ছেন। 

গত শনিবার ইসরায়েল ও প্যারাগুয়ে অলিম্পিকের ফুটবল ম্যাচে অংশ নেয়। ওই ম্যাচে ইসরায়েলি ফুটবলারদের গ্যালারি থেকে ঘৃণা প্রদর্শন করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের গালি দেওয়ার পাশাপাশি গ্যালারি থেকে গাজা যুদ্ধের ব্যানার প্রদর্শন করা হয়। এছাড়া ভক্তরা কালো পোশাক পরে ‘গণহত্যার অলিম্পিক’ ব্যানার প্রদর্শন করে।

এইচজেএস