গত ১৫ মে বিকেএসপিতে অনুষ্ঠিত চীনের ইউনান শহরে অবস্থিত ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সাথে বিকেএসপির প্রথমিক পর্যায়ে এক সমঝোতা চুক্তি করা হয়।

ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমঝোতা চুক্তির শুভেচ্ছা স্মারক হিসেবে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় এ বছর বিকেএসপির ফুটবল বিভাগের কুরশিয়া জান্নাত এবং বক্সিং বিভাগের আহম্মেদ ফয়সাল চঞ্চলকে বিশেষ স্কলারশিপ প্রদান করে।

স্কলারশিপপ্রাপ্ত বিকেএসপির ২ জন প্রশিক্ষণার্থী আগামী ৩০ আগস্ট ২০২৪ তারিখ চীনের উদ্দেশ্যে রওনা হবেন। এ সমঝোতা চুক্তির মাধ্যমে বিকেএসপি তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক বেশি লাভবান হবে বলে মহাপরিচালক মনে করেন।

আজ বিকেএসপিতে এক সংবাদ সম্মেলনে এটি জানানো হয়। 

এজেড/এইচজেএস