১৪ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করে। দাবা, টেনিস, হকি ফেডারেশন ইতোমধ্যে প্রথম সভা করেছে। দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন অ্যাথলেটিক্স নতুন কমিটির প্রথম সভা করেছে আজ। 

অ্যাথলেটিক্সের প্রথম সভায় উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত দ্রুততম মানবী শিরিন আক্তার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও নতুন নেতৃত্ব তৈরিতে ফেডারেশনে ছাত্র প্রতিনিধি রেখেছেন। বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছাত্র প্রতিনিধি হিসেবে শিরিন ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন।

আজ প্রথম সভা শেষে শিরিন আক্তারের প্রতিক্রিয়া, 'আসলে তেমন অনুভূতি নেই। আমি খেলোয়াড়, খেলা আমার রক্তে। খেলা নিয়েই ভাবছি। খেলোয়াড় এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সরকার আমাকে সম্মান দিয়েছে সদস্য করে। ফেডারেশন কিভাবে কাজ করে দেখব। তবে আমি খেলা নিয়েই ভাবছি।'

সর্বশেষ জাতীয় অ্যাথলেটিক্সেও শিরিন আক্তার অংশ নিয়েছেন। জাতীয় দলের ক্যাম্পে তিনি বাংলাদেশের অন্যতম আশা ভরসার প্রতীক। দেশের সেরা অ্যাথলেট আবার অন্য দিকে ফেডারেশনের সদস্য যা পুরোটাই স্বার্থের সংঘাত। এই বিষয়টি সামনে শিরিন ও ফেডারেশন কিভাবে সামলায় সেটাই দেখার বিষয়।

আজ প্রথম সভায় অ্যাথলেটিক্সের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইনডিপেনডেন্ট অডিট ফার্ম দিয়ে ফেডারেশনের আর্থিক বিষয়াদি অডিটের সিদ্ধান্ত হয়েছে। এক যুগ ফেডারেশনের সাধারণ সভায় হয়নি। দ্রুত বার্ষিক সাধারণ সভা আয়োজনের পাশাপাশি সাবেক অ্যাথলেট, কোচ, সংগঠকদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরি প্রণয়নের আলোচনা হয়েছে। বাৎসরিক খেলাধূলা আয়োজন ও প্রশিক্ষণের জন্য একটি বর্ষপঞ্জি করবে নতুন কমিটি। মেজর জেনারেল (অব) ড. মো নাঈম আশরাফের সভাপতিত্বে আজ অ্যাথলেটিক্স ফেডারেশনের কনফারেন্স কক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এজেড/এইচজেএস