ভারতের লখনৌতে অনুষ্ঠিত হয়েছে আইএইচএফ মেন্স ট্রফি কন্টিনেন্টাল ফেস এশিয়া টুর্নামেন্ট জুনিয়র ও ইয়ুথ। দুই বিভাগেই বাংলাদেশ চতুর্থ হয়েছে। আজ (মঙ্গলবার) ইয়ুথ (অনূর্ধ্ব-১৮) বিভাগের তৃতীয় স্থান নির্ধারনী খেলায় কাজাখস্তান ৩৩-২৯ গোলে বাংলাদেশকে হারিয়ে তৃতীয় হয়। অন্যদিকে জুনিয়র (অনূর্ধ্ব-২০) বিভাগে ৪০-২৪ গোলে বাংলাদেশকে হারিয়ে তৃতীয় হয়েছে স্বাগতিক ভারত।

এই টুর্নামেন্টে দুই বিভাগেই চ্যাম্পিয়ন দল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। বাংলাদেশ দলের সেই স্বপ্ন থাকলেও বাস্তবতা ভিন্ন। এই টুর্নামেন্টে অংশগ্রহণই এক সময় অনিশ্চিত ছিল বাংলাদেশের। পরবর্তীতে অংশগ্রহণের সিদ্ধান্ত হলে অল্প কয়েকদিনের প্রস্তুতিতেই মূলত ভারত গেছে বাংলাদেশের দুটি দল। 

পল্টনস্থ হ্যান্ডবল কোর্ট সারা বছর ব্যস্ত থাকে। স্কুল, জেলা ও লিগ বিভিন্ন পর্যায়ের খেলা প্রতি মাসেই আয়োজন করে ফেডারেশন। শুধু ঘরোয়া পর্যায়ে অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করলেও আন্তর্জাতিক অঙ্গনে আগে একেবারেই অংশগ্রহণ করত না। সাম্প্রতিক সময়ে তারা জুনিয়র পর্যায়ে অংশ নিচ্ছে। এই ভারতেই গত বছর রানার্স-আপ হওয়ায় পরবর্তী ধাপের টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে। 

গত দুই বছরে জুনিয়র পর্যায়ে দেশ ও দেশের বাইরে টুর্নামেন্ট খেললেও সিনিয়র জাতীয় দলের খেলা নেই অনেকদিন। একটি দেশের যেকোনো খেলার মূল পরিচয় সিনিয়র পর্যায়ের ফলাফলের মাধ্যমে। হ্যান্ডবল ফেডারেশন সিনিয়রদের নিয়ে তেমন কাজই করে না। কর্মকর্তারা ঘরোয়া আয়োজন করেই তৃপ্তির ঢেকুর তুলতে ব্যস্ত! 

এজেড/এএইচএস