মন্টেনিগ্রোর পেট্রোভাক শহরে চলমান বিশ্ব জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে দুই খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় দেড় পয়েন্ট ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া একটি করে পয়েন্ট অর্জন করেছেন। গতকাল (বুধবার) অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় জার্মানির নুনেজ গ্রিগোরি ডানিয়েলকে হারান এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চিনের মেয়ং ইয়িহানের কাছে হেরেছেন। 

এর আগে মঙ্গলবার প্রথম রাউন্ডের খেলায় নীড় ড্র করেন এবং গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র তাহসিন ওয়াকওভার পান। এবার বিশ্ব জুনিয়র দাবায় গতকালই প্রথম লড়ে জয় পেল বাংলাদেশ। বিশ্ব জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হলে সরাসরি গ্র্যান্ডমাস্টার হওয়ার সুযোগ রয়েছে। 

গ্র্যান্ডমাস্টার ছাড়াও গ্র্যান্ডমাস্টার নর্ম এবং আন্তর্জাতিক মাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দুই দাবাড়ুর। এজন্য নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দুই জন ইউরোপের মন্টেনিগ্রোতে বিশ্ব পর্যায়ের এই টুর্নামেন্ট খেলছে।

আজ তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় মিশরের আন্তর্জাতিক মাস্টার ওয়াফা হামিদের সঙ্গে এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তুর্কমেনিস্তানের বাইরামভ সেরদারের সঙ্গে খেলবেন। 

এজেড/এএইচএস