জুনিয়র সাফ টুর্নামেন্ট থেকে বাংলাদেশ এশিয়ান জুনিয়র নিশ্চিত করতে পারেনি। এশিয়ানে খেলতে না পারার পাশাপাশি গত আসরের চেয়ে এবার পদকের সাফল্যও কম বাংলাদেশের।

২০২২ জুনিয়র সাফে বাংলাদেশ স্বর্ণ জিতে তাক লাগিয়েছিল। পরের বছর দু’টি রৌপ্য ও সাতটি ব্রোঞ্জ জেতে, গত বছর দু’টি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। গত তিন আসরেই বাংলাদেশ ফাইনালে উঠেছিল। এবার কোনো ইভেন্টে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি।

বাংলাদেশ জুনিয়র সাফে সাতটি পদক পেয়েছে। সাত পদকের মধ্যে মাত্র একটি ব্যক্তিগত। জয় ইসলাম অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে শুধু সেমিতে উঠেছিলেন। কোয়ার্টারে পাকিস্তানী খেলোয়াড় আব্দুল মান্নানকে ৩-০ ব্যবধানে হারান জয়। বাংলাদেশের অন্য ছয় ব্রোঞ্জ হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলগত, দ্বৈত বালক-বালিকা ও অনূর্ধ্ব-১৫ বালক-বালিক দ্বৈত।

টেবিল টেনিস ফেডারেশনের নতুন কমিটি সাফ জুনিয়র ঘিরে বড় কোনো আশার বাণী শোনায়নি। প্রস্তুতির ঘাটতির কথা দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলন করে বলেছিল। নেপালের কাঠমান্ডুতে যাওয়া ১৬ খেলোয়াড়ের মধ্যে বড় অংশই বিকেএসপির। সাফে কোচের দায়িত্ব পালন করা মোস্তফা বিল্লাহও বিকেএসপির টিটি কোচ। মূলত তার অধীনেই ছিলেন খেলোয়াড়রা।

এজেড/এইচজেএস