সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ফিদে ওয়ার্ল্ড কাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ হাইব্রিড দাবার চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল এবং শ্রীলংকার ক্যান্ডিডেট মাস্টার লিয়ানানজে রানিনদু দিলশান সাড়ে তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে।
 
আজ (শুক্রবার) চতুর্থ রাউন্ডে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ক্যান্ডিডেট মাস্টার নীড়কে, আন্তর্জাতিক মাস্টার শাকিল ফিদে মাস্টার ডি সিলভাকে, ক্যান্ডিডেট মাস্টার দিলশান অনতকে, আন্তর্জাতিক মাস্টার মিহনাজ ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, ফিদে মাস্টার সেখ নাসির ফিদে মাস্টার সুব্রতকে, ফিদে মাস্টার পরাগ ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে, মিহির লাল দাস নেপালের রাজ প্রজাপতিকে, নেপালের নিকেন কুসাথা পাকিস্তানের মুসাবির খানকে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ওয়াদিফা আহমেদকে, মালদ্বীপের সুয়ায়ু মোহাম্মদ পাকিস্তানের জায়িদি আনিসুর রহমানকে, শ্রীলঙ্কার অমরাসিংঙ্গী পাকিস্তানের ইয়াকুব মুনেবকে, নেপালের আনসু দিল প্রজাপতি পাকিস্তানের হারিস রিজওয়ানকে ও মালদ্বীপের নুর ফারুক পাকিস্তানের শাহওয়ানি আফজালকে পরাজিত করেন।  

ক্যান্ডিডেট মাস্টার নাইম হক ফিদে মাস্টার মাহফুজের সাথে, ক্যানিএডট মাস্টার সোহেল ফিদে মাস্টার আমিনের সাথে ও পাকিস্তানের ফয়সাল মুগল নিজ দেশের আওয়াইস আহমেদের সাথে ড্র করেন। আগামীকাল (শনিবার) পঞ্চম রাউন্ডের খেলা।

এমএইচ