ছবি: সংগৃহীত

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামকে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে বিবেচনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রিমিয়ার লিগের অন্যতম ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ নিজেদের হোম ভেন্যু করার পরিকল্পনাও করেছিল। বাফুফের সেই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম আরচ্যারির অধীনে। আরচ্যারি ফেডারেশন বাফুফেকে লিগ আয়োজনে সুযোগ দিতে পারছে না।

বুধবার বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দিয়েছে বাফুফেকে বরাদ্দ বাতিলের জন্য। তারা চিঠিতে কারণ হিসেবে উল্লেখ করেছে, টোকিও অলিম্পিকস। টোকিও অলিম্পিকসে রোমান সানা অংশগ্রহণ করবেন। জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন নিবিড় অনুশীলন করান আরচ্যারদের। ফুটবল ফেডারেশনকে এই ভেন্যু দিলে আরচ্যারদের অনুশীলনে ঘাটতি হবে।

জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্বশীল এক সূত্র নিশ্চিত করেছে যে, তারা আরচ্যারি ফেডারেশনের অনুরোধ বিবেচনা রাখব। কারণ অলিম্পিকস সর্বোচ্চ গেমস। সেই গেমসে আমাদের সর্বোচ্চ অনুশীলন নিয়েই যাওয়া উচিত। বাফুফে’র বরাদ্দ খুব শীঘ্রই বাতিল করে দেব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের এমন আচরণে কিছুটা ব্যথিত।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘দেশের স্টেডিয়ামগুলো জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। আমরা তাদের কাছে আবেদন করেছি। এবং তারাই আমাদের অনুমতি দিয়েছে। আরচ্যারির সঙ্গে সমন্বয় করেই আমরা লীগ আয়োজন করতাম। আমাদের সপ্তাহে দু’দিন ম্যাচ রাখতাম না সেখানে।’

জাতীয় ক্রীড়া পরিষদ দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর তদারকি করে। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আরচ্যারি জাতীয় প্রতিযোগিতা আয়োজন করছে বিগত কয়েক বছর যাবৎ-ই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ২০১৮ সালে টঙ্গীর এই স্টেডিয়ামকে বিশেষভাবে আরচ্যারির জন্য বরাদ্দ দেন।

এজেড/এটি/টিআইএস