দাবায় ক্যান্ডিডেট মাস্টার দিয়ে টাইটেল শুরু হয়। ওয়ারিসা হায়দার বাংলাদেশের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাব অর্জন করেছেন। আজ বিশ্ব দাবা ফেডারেশন থেকে বাংলাদেশ দাবা ফেডারেশন ওয়ারিসার টাইটেল সনদ পেয়েছে।

গত বছর শ্রীলংকায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের বালিকা অনূর্ধ্ব-৮ বিভাগে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন ওয়ারিসা। এশিয়ান বয়স ভিত্তিক দাবায় তিনি খেতাব অর্জন করলেও ১৮০০ রেটিং পূর্ণ না হওয়ায় তিনি সনদ পাননি।

চলতি বছর জুলাইয়ে তার রেটিং ১৮০০ হওয়ায় তিনি এ খেতাব লাভ করেন। ৯ বছর বয়সে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। বাংলাদেশ দাবা ফেডারেশন এটিকে বাংলাদেশের সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

সাধারণত মহিলা ক্যান্ডিডেট মাস্টার হতে ২০০০ রেটিং পয়েন্ট প্রয়োজন। তবে এশিয়ান বা বড় কোনো টুর্নামেন্টে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জন করলে ১৮০০ রেটিং পয়েন্টে খেতাব মেলে। ওয়ারিসা হায়দার বাংলাদেশর সবচেয়ে কম বয়সে মহিলা ক্যান্ডিডেট মাস্টার হওয়ার খেতাব অর্জন করেছেন। 

এজেড/এইচজেএস