খেলাধুলা উন্নয়নের জন্য প্রয়োজন উন্নত মানের কোচ। প্রয়োজন কোচদের প্রশিক্ষণ ও কোচদের সহায়তা। ব্যাডমিন্টনের আট জন কোচদের পাশে এসে দাঁড়িয়েছে জাপানী প্রতিষ্ঠান কাওসাকি। কাওসাকির বাংলাদেশের ডিলার সাবেক শাটলার ওয়াহিদুজ্জামান রাজু। তিনিই মূলত কাওসাকির হয়ে বাংলাদেশের কোচদের সহায়তা করছেন।

আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে আয়োজিত এক অনুষ্ঠানে আট জন কোচকে র‌্যাকেট, জার্সি, টি শার্ট দিয়ে স্পন্সর করেছে কাওসাকি। রাজুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু, ‘ব্যাডমিন্টন একটি সম্ভাবনাময় খেলা। এখানে কোচদের সম্মান ও সুযোগ সুবিধা দিলে খেলাটি আরো অগ্রসর হবে।’

ব্যাডমিন্টন কোচ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ রয়েছে নিখিল চন্দ্র ধরের। তিনি এশিয়ান ব্যাডমিন্টন ফেডারেশনের হয়ে অনেক দেশে ব্যাডমিন্টনের কোচিংয়ের কাজে গিয়েছেন। কিন্তু বাংলাদেশের রাজুর মতো এ রকম উদ্যোগ দেখেননি বলে জানান, ‘আমি অনেক দেশেই ব্যাডমিন্টনের অনেক জায়গায় গিয়েছি। কিন্তু কোচদের এভাবে পৃষ্ঠপোষকতা ও সহায়তা করার বিষয়টি চোখে পড়েনি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। তিনি দারুণভাবে স্বাগত জানিয়েছেন, ‘একজন সাবেক খেলোয়াড় হিসেবে নতুন খেলোয়াড় তৈরির জন্য কোচদের পাশে এভাবে পৃষ্ঠপোষকতা করাটা খুবই সুন্দর।’ 

ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘কাওসাকির মাধ্যমে বাংলাদেশের ব্যাডমিন্টনে আমরা উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করছি। আশা করি ভবিষ্যতে এই ধারা আরো বিস্তৃত করতে পারব।’

এজেড/এটি/এনইউ