৭১১ করেও অতৃপ্ত অসীম
অসীম কুমার/ফাইল ছবি
বাংলাদেশ গেমসে কম্পাউন্ড র্যাংকিং ইভেন্টে অসীম কুমার ৭০৪ স্কোর করেছিলেন। কম্পাউন্ড ইভেন্টে ৭২০ স্কোরের মধ্যে ৭১৮ বিশ্বরেকর্ড। আজ সকালে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে অনুশীলনে অসীম ৭১১ স্কোর গড়েন। যদিও অনুশীলন এরপরও বিশ্বরেকর্ড থেকে সাত স্কোর দূরে।
অনুশীলনে অসাধারণ স্কোর গড়েও মন ভালো নেই তার। ১৭ জুন রোমান সানাদের সঙ্গে প্যারিসগামী দলে যে নেই তিনি। সুইজারল্যান্ডের জুরিখ গিয়েছিলেন, প্যারিসেও যাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত না যাওয়ার পেছনে কারণ সম্পর্কে বলেন, ‘আমরা প্রস্তুতির মধ্যেই ছিলাম। সামনে আমাদের অলিম্পিকে আরেকটি কোটা প্লেস এবং ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য প্যারিসে শুধু রিকার্ভ আরচ্যাররাই যাচ্ছেন।’ কারণ, অলিম্পিকে শুধু রিকার্ভ ইভেন্টেই আছে, কম্পাউন্ড ইভেন্ট নেই।
বিজ্ঞাপন
অলিম্পিকে শুধু রিকার্ভ ইভেন্ট এটা জেনেও কম্পাউন্ড ইভেন্ট বেছে নিয়েছিলেন অসীম, ‘আমি জেনেই কম্পাউন্ডে এসেছি। কম্পাউন্ডে আমার প্রকৃত সামর্থ্য ও যোগ্যতার প্রমাণ দিয়েছি।’
এই অলিম্পিকে না হলেও সামনের দিনগুলোর জন্য অপেক্ষায় রয়েছেন অসীম, ‘সামনে অলিম্পিকে কম্পাউন্ড অর্ন্তভূক্ত হতে পারে। আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি।’
বিজ্ঞাপন
সহসা অলিম্পিক না হলেও চলতি বছর আমেরিকায় আরচ্যারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোখ অসীমের, ‘প্যারিস বিশ্বকাপে কম্পাউন্ড ইভেন্ট না থাকায় নারী আরচ্যার ছুটিতে গেছেন। আমিও হয়তো ছুটিতে যাব। রোমান ভাইরা অলিম্পিক থেকে ফেরার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু হবে।’
বিশ্ব রেকর্ড চোখ রেখে অসীম বলেন, ‘আজ অনুশীলন হলেও আমার স্কোর ৭০০’র উপর উঠছে। আশা করি জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় একদিন বিশ্ব রেকর্ড স্পর্শ করতে পারব।’ বিশ্ব রেকর্ড গড়লে অলিম্পিক না খেলার অতৃপ্তি খানিকটা ঘুচবে অসীমের।
এজেড/এনইউ