বাংলাদেশের রৌপ্যজয়ী ভারত্তোলক মজিবুর রহমান (বামে)

আমেরিকার লাস ভেগাসে চলছে বিশ্ব মাস্টার্স ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলাদেশের ভারত্তোলক মজিবুর রহমান অংশগ্রহণ করেছেন। গতকাল ৮০ বছর ঊর্ধ্ব ক্যাটাগরিতে ৭১ ওজন শ্রেণিতে রৌপ্য পদক জিতেছেন তিনি। 

কয়েক মাস আগে কাতারের দোহায় এশিয়ান ভারোত্তোলন মাস্টার্সে স্বর্ণ জিতেছিলেন মুজিবুর রহমান। ৬০-৭০ বছর বয়সেই এখন অনেকের সাধারণ জীবনযাপন করা কষ্টসাধ্য নানা রোগ-শোকে। সেখানে ভারত্তোলক মজিবুর রহমান ৮৩ বছর বয়সেও অবলীলায় ভার তুলছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে পদক অর্জন করছেন। দাবাড়ু রাণী হামিদও ৮০ পেরিয়ে গেলেও দাবার টানে ছুটছেন দেশ-বিদেশে। 

মজিবুর রহমান বাংলাদেশের ভারোত্তোলনে অতি পরিচিত মুখ। পাঁচ যুগেরও বেশি সময় তিনি ভারোত্তোলনের সঙ্গেই রয়েছেন। বয়স ৮০ পেরিয়ে গেলেও এখনও নিজে ভার তোলেন আবার ভারোত্তোলন শেখান। ফুটবল ও ক্রিকেটের ভীড়ের মধ্যে নিজে গাজীপুরে গড়ে তুলেছেন ভারোত্তোলন একাডেমি। সেখানেই দিনের অনেক সময় কাটে তার। ভারোত্তোলন শেখান বিনা পয়সায়। 

বাংলাদেশে নিয়মিতই ভারোত্তোলনের আন্তর্জাতিক পদক আসে। তবে ২০১৬ সালে এসএ গেমসে গৌহাটিতে বাংলাদেশকে স্বর্ণ এনে দেওয়া ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের কান্না দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ মুহূর্তের একটি। নারী ভারত্তোলকদের পথচলা শুরুটাও মজিবুরের হাত ধরে। তিনি বাংলাদেশ আনসারের নারী দলের কোচ হিসেবে আছেন দুই যুগ।

এজেড/এএইচএস