জাতীয় দাবার শিরোপা নিষ্পত্তি কাল না প্লে অফ
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ বেশ জমে উঠেছে। দ্বাদশ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে নয় পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। আগামীকাল শেষ রাউন্ডে যদি দুই জনই ড্র বা জয়লাভ করেন তখন দুই জনেরই সমান পয়েন্ট থাকবে। দাবায় অন্য প্রতিযোগিতায় সমান পয়েন্টে টাইব্রেকারে শিরোপা নিষ্পত্তি হলেও জাতীয় দাবা সর্বোচ্চ টুর্নামেন্ট হওয়ায় এখানে প্লে অফ হয়।
গতকাল পর্যন্ত ফাহাদ আধা পয়েন্ট এগিয়ে ছিলেন। আজ ফাহাদ ড্র ও নিয়াজ মোরশেদ জয়লাভ করায় দুই জনের পয়েন্ট সমান হয়। আজকের দ্বাদশ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ কালো ঘুঁটি নিয়ে মোহাম্মদ শাকের উল্লাহর ইতালিয়ান গেম পদ্ধতির খেলায় ৭৭ চালে মোহাম্মদ শাকের উল্লাহকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে ৩৮ চালে আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন। আগামীকাল শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সঙ্গে এবং আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মোহাম্মদ শাকের উল্লাহ'র বিপক্ষে খেলবেন।
বিজ্ঞাপন
সাড়ে সাত পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ছয় করে নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
এজেড/এইচজেএস
বিজ্ঞাপন