টাইব্রেকে শেষ দিয়ার অলিম্পিক লড়াই
গত দুই দিন অলিম্পিক দলগত বাছাইয়ে বাদ পড়েছে বাংলাদেশ নারী ও পুরুষ আরচ্যারি দল। আজ (সোমবার) চলছে রিকার্ভ ব্যক্তিগত নারী এককের খেলা। অলিম্পিক কোটা প্লেসের এই বাছাইয়ে বাংলাদেশের রিকার্ভ আরচ্যার দিয়া সিদ্দিকী আর্জেন্টাইন আরচ্যারকে ৬-০ সেটে পরাজিত করেন। একই রাউন্ডে বিউটি রায় ৭-১ সেটে ও মেহনাজ আক্তার মোনেরা ৬-৪ সেটে পরাজিত হয়ে বিদায় নেন।
আর্জেন্টাইন আরচ্যারকে হারিয়ে দিয়া সিদ্দিকী স্লোভাকিয়ার আনা উমেরের মুখোমুখি হন। আনা উমেরের মতো বিশ্বমানের আরচ্যারের সঙ্গে দুর্দান্ত লড়াই করেন দিয়া সিদ্দিকী। সমান সেট হওয়ায় নিষ্পত্তি হয় টাইব্রেকে। শেষ পর্যন্ত টাইব্রেকে হেরে যান দিয়া। আনা উমের বাংলাদেশে দিয়া সিদ্দিকীকে হারালেও শেষ আটে উঠতে পারেননি। শেষ ১৬’তে থেমে যান তিনি।
বিজ্ঞাপন
দিয়া সিদ্দিকী গত মাসে সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত বিশ্বকাপ আরচ্যারিতে রোমানের সঙ্গে জুটি গড়ে মিশ্র বিভাগে রৌপ্য জেতেন। প্যারিসে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হবে আরেকটি বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে টোকিও অলিম্পিকসের জন্য তিন ইভেন্টের কোটা প্লেস বাছাই হয়েছিল। বাংলাদেশ তিন ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতা করেও সুখকর কিছু করতে পারেনি।
এখন পর্যন্ত টোকিও অলিম্পিকসে একমাত্র রোমান সানারই নিশ্চিত হয়েছে। তার সঙ্গী কেউ হবেন কিনা এটার জন্য এখন একটাই ভরসা ওয়াইল্ড কার্ড।
বিজ্ঞাপন
এজেড/এটি/টিআইএস