আন্তর্জাতিক রেটিং দাবায় ফাহাদ চ্যাম্পিয়ন
দাবাড়ু ফাহাদ রহমান/ফাইল ছবি
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবায় পুলিশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলার দাবা ক্রীড়া কক্ষে ও জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন কামাল অডিটোরিয়াম লাউঞ্জে নবম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে হারিয়ে নয় খেলায় আট পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন।
সাত পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান রানার-আপ, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন তৃতীয় হন। শেষ রাউন্ডে জিয়া ড্র করায় ও ফাহাদ জেতায় শেষ পর্যন্ত ফাহাদ চ্যাম্পিয়ন হন। বাংলাদেশ নৌবাহিনী ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস চতুর্থ, স্পোর্টস বাংলার ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান পঞ্চম ও বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ষষ্ঠ হন।
বিজ্ঞাপন
এজেড/এনইউ
বিজ্ঞাপন