করোনা কত কিছু বদলে দিয়েছে তার সঠিক হিসাব খুঁজে পাওয়া কঠিন। এবার মহামারিতে বদলে গেছে অলিম্পিকে পদক দেওয়ার নিয়মও। আগামী ২৩ জুলাই উঠবে এবারের অলিম্পিকের পর্দা। করোনার কারণে অ্যাথলেট ও কর্মকর্তাদের পরে থাকতে হবে মাস্ক। 

সঙ্গে বদলে গেছে অলিম্পিকে পদক পরিয়ে দেওয়ার চিরাচরিত নিয়মও। এতদিন পদকজয়ী অ্যাথলেটদের গলায় সেটি পরিয়ে দিতেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যরা। এখন অ্যাথলেটদের কাছে ট্রে তে করে পদক পাঠানো হবে। সেটা নিজেরাই নিজেদের গলায় পরবেন পদকজয়ী অ্যাথলেটরা।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান টমাস বাখ বলেন, ‘আগের মতো এবার অ্যাথলেটদের গলায় পদক পরিয়ে দেওয়া হবে। ট্রেতে করে তাদের সামনে মেডেলগুলো দেওয়া হবে। তারা নিজেরাই সেগুলো পরবেন। যিনি ট্রেতে মেডেলগুলো রাখবেন, তিনি যেন সেগুলো রাখার আগে জীবাণুমুক্ত গ্লাভস পরে রাখেন তা নিশ্চিত করা হবে। তাতে করে অ্যাথলেটরা আশ্বস্ত থাকবেন যে তাদের আগে অন্য কেউ মেডেল স্পর্শ করেননি।’

এবারের অলিম্পিক কিছুটা হলেও জৌলুস হারাবে তা এখনই টের পাওয়া যাচ্ছে। এমনিতেও খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তার ওপর অলিম্পিক পদক নিজেরাই পরবেন অ্যাথলেটরা। তার সঙ্গে মেলানো যাবে না হাতও। কেউ কাউকে জড়িয়ে ধরতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 

এমএইচ/এটি