টানা কয়েক দিন পদক তালিকায় দাপট দেখিয়েছে স্বাগতিক জাপান। বৃহস্পতিবার তাদের ছাড়িয়ে গেছে চীন। তাদের এখন সোনার সংখ্যা ১৫টি। জাপানের সোনার সংখ্যাও তাদের সমান। কিন্তু রুপা বেশি জিতে তালিকায় উপরে আছে চীন। 

আগের দিনের ১৩ সোনার সঙ্গে জুডো থেকে আরও দুটি পদক জিতেছে জাপান। সাঁতার ও টেবিল টেনিস থেকে নিজেদের তিনটি সোনা পেয়েছে চীন। ১৪ সোনা নিয়ে এখন তিনে আছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে শুরু হচ্ছে অ্যাথলেটিকস, এরপরই পদক তালিকায় উপরে উঠে যেতে পারে তারা। 

এখন পর্যন্ত পদক তালিকায় নিজেদের নাম তুলতে পেরেছে মোট ৬৬টি দেশ। ৩৯টি দেশ জিতেছে সোনার পদক। বৃহস্পতিবার অবশ্য নতুন করে কোনো দেশ যুক্ত হতে পারেনি সোনা জয়ের তালিকায়। 

অলিম্পিকে একাধিক সোনাজয়ী দেশদের পদক তালিকা-

দেশ

সোনা

রুপা

ব্রোঞ্জ

মোট

চীন

১৫

৩১

জাপান

১৫

২৫

যুক্তরাষ্ট্র

১৪

১৪

১০

৩৮

রাশিয়া

১১

২৮

অস্ট্রেলিয়া

১১

২০

ব্রিটেন

১৮

দক্ষিণ কোরিয়া

১২

ফ্রান্স

১১

জার্মানি

১৩

ইতালি

১০

১৯

নেদারল্যান্ডস

১৩

কানাডা

১০

হাঙ্গেরি

স্লোভেনিয়া

ক্রোয়েশিয়া

কসোভো


এমএইচ