অলিম্পিকে সাঁতারে বাংলাদেশের প্রতিযোগী ছিলেন দুই জন। ৫০ মিটার ফ্রি স্টাইলে আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। টোকিও অলিম্পিকের হিট থেকেই বাদ পড়েছেন দুজনেই। 

২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৩০.৯৬ সেকেন্ড টাইমিং করেছিলেন জুনাইনা।  এবার অলিম্পিকে সেটিকে ছাড়িয়ে গেছেন ২৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে।

জুনাইনার হিটে ২৯.০৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন তাজিকিস্তানের আনাস্তাসিয়া তাইরিনা। টোকিওর অ্যাকুয়েটিক সেন্টারে ৩ নম্বর হিটে ১ নম্বর লেনে সাঁতরেছেন ‍তিনি।

এমএইচ