চলে গেলেন ওয়ারী ও টিটির আনু
শামসুল আলম আনু/ফাইল ছবি
ক্রীড়াঙ্গনের প্রবীণরা একের পর এক চলে যাচ্ছেন। কিছু দিন আগে দুনিয়া থেকে বিদায় নিলেন হকি ও ওয়ারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মোমিন। তার চলে যাওয়ার মাসখানেকের মধ্যেই আজ শনিবার সকালে মারা গেলেন ওয়ারী ক্লাবের আরেক সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আনু।
সত্তর পেরিয়ে যাওয়া এই ক্রীড়া সংগঠক মাস দুই আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সেরে উঠার পর ব্রেন স্ট্রোক করেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিন সপ্তাহের মতো চিকিৎসাধীন ছিলেন। কিছু দিন আগে বাসায় ফেরেন। গতকাল শুক্রবার রাতে কিছুটা শারীরিক অস্বস্তি বোধ করেন। আজ সকালে বাসায় তার নিজ কক্ষে অচেতন অবস্থায় পায় পরিবার। হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান বলে ধারণা আনুর পরিবার ও তার ক্রীড়াঙ্গনের শুভাকাঙ্ক্ষীদের।
বিজ্ঞাপন
মৃত্যুকালে দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন। এক ছেলে প্রবাসী আরেক ছেলে ব্যাংকার। উত্তরাতে জানাযা শেষে চিরশায়িত হবেন এই কৃতি সংগঠক।
ওয়ারী ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মহিদুর রহমান মেরাজ খুব শোকাহত, ‘আমরা পর পর দুই সাধারণ সম্পাদককে হারালাম৷ আনু ভাই ওয়ারী অন্তঃপ্রাণ লোক ছিলেন। ওয়ারী ক্লাবে তার অবদান অনেক।’ গত দেড় বছরে ওয়ারী ক্লাব ৪০ জন সদস্যদের হারিয়েছে।
বিজ্ঞাপন
ওয়ারীর মতো টেবিল টেনিস ফেডারেশনেও শোকের পর শোক। কিছু দিন আগে অল্প বয়সেই পৃথিবী ছেড়েছেন টেবিল টেনিস ফেডারেশনের কোষাধ্যক্ষ আহসান আহমেদ অমিত। এবার চলে গেলেন বর্তমান কমিটির প্রথম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আনু। তার চলে যাওয়া টেবিল টেনিসের অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সাবেক খেলোয়াড় ও কোচ মোহাম্মদ আলী, ‘এই বয়সেও আনু ভাই টিটি নিয়ে খুব সক্রিয় ছিলেন। তিনি কিছু দিন আগেও ফেডারেশনে আসার কথা বলছিলেন। আমরা এক অভিভাবক হারালাম।’
টেবিল টেনিস ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন বলেন, ‘টিটি পরিবারের জন্য অনেক বড় শোক। আনু ভাই অনেক বড় মাপের সংগঠক ছিলেন।’ আনু দক্ষিণ এশিয়ার টেবিল টেনিস ফেডারেশনের দুই বারের সাধারণ সম্পাদক ছিলেন। এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
এজেড/এটি/এনইউ