আজ (বৃহস্পতিবার) ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ভাই শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন ‘শেখ কামাল আন্তর্জাতিক এয়ার-গান চ্যাম্পিয়নশিপ (অনলাইন)- ২০২১’ প্রতিযোগিতার আয়োজন করে। 

প্রতিযোগিতায় ইউক্রেন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কিরগিজিস্থান, মঙ্গোলিয়া, ইন্ডিয়া ও বাংলাদেশসহ সাত দেশের ৫৪জন শ্যুটার ৪টি ইভেন্টের খেলায় অংশগ্রহণ করেন।

১০মিটার এয়ার রাইফেল পুরুষ ইভেন্টে ইন্দোনেশিয়ার ফাতুর গুস্তাফিন ৬৩৩.৯ স্কোর গড়ে স্বর্ণ জেতেন। বাংলাদেশের রাব্বি হাসান মুন্না আট স্কোর কম নিয়ে রৌপ্য পদক পান। একই ইভেন্টে মহিলা বিভাগে ইউক্রেনের ভিক্টোরিয়া সুকুরোভা ৬৩০.৪ স্কোর গড়ে প্রথম হন। ইন্দোনেশিয়ার মনিকা ৬২৬ স্কোরে দ্বিতীয় হন।
 
১০মিটার এয়ার পিস্তল পুরুষে ৫৮৯ স্কোর করে মঙ্গোলিয়ার ইনতাইভান দাভাখু স্বর্ণ জেতেন ও রৌপ্য জেতেন ইউক্রেনেরে ভিক্টোরিয়া বানকিন। মহিলা বিভাগে স্বর্ণ জেতেন সিঙ্গাপুরের জিউ হং তেহ ও রৌপ্য ইউক্রেনের ক্রোসতাইলোভা। 

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি পুরস্কার প্রদান করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি , মহাসচিব ইন্তেখাবুল হামিদ (অপু)। 

এজেড/এমএইচ