ক্রীড়াঙ্গনে শোক দিবসের আবহ
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। শহীদ পরিবারে ছিলেন বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল। ঘাতকরা ছাড়েনি শেখ কামালের সহধর্মিনী সুলতানা কামালকেও। দেশের স্বাধীনতার পর ক্রীড়াক্ষেত্রেও যে পরিবারটির অবদান অনস্বীকার্য, ১৫ আগস্টের জাতীয় শোক দিবসে সেই শহীদ পরিবারকে স্মরণ করতে ভুলেননি ক্রীড়াঙ্গণের খেলোয়াড় ও সংগঠকরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমসহ অন্যরা। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে বঙ্গবন্ধুর শহীদ পরিবারের জন্য দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটি। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোজাফফর হোসেন পল্টু, নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সামাদ ও রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।
বিজ্ঞাপন
বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মহাসচিব ইন্তেখাবুল হমিদ অপুসহ ফেডারেশনের শুটার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির অনেক কর্মকর্তা উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন একাডেমি মাঠের পাশে শোক দিবস উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে কয়েকটি মাদ্রাসার ছাত্রদের আমন্ত্রণ জানিয়ে কোরআন পাঠ করা হয়। এরপর খাবার বিতরণ করে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক জালাল ইউনুস, শফিউল আলম চৌধুরী নাদেল, কাজী এনাম আহমেদ, আকরাম খানসহ আরও অনেকেই।
বিজ্ঞাপন
জাতীয় শোক দিবসে বাংলাদেশ ক্যারম ফেডারেশন দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেনের নেতৃত্বে ফেডারেশন কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্য কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এছাড়া দাবা ফেডারেশন, খো খো ফেডারেশন, অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাও শোক দিবসে দোয়া মাহফিলের আয়োজন করে।
ফেডারেশনগুলো ছাড়াও অনেক ক্লাব এই দিবসটি বিশেষভাবে পালন করেছে ৷ আবাহনী ক্লাব তাদের ক্লাব প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রয়াণ দিবসে ক্লাব প্রাঙ্গনে দিনব্যাপী কর্মসূচি রেখেছিল।
এজেড/টিআইএস