ফুটবল, ক্রিকেটের বাইরে অনেক খেলায় দলীয় সাফল্য কম হলেও ব্যক্তিগত অর্জন থাকে কিছু। তেমনই এক অর্জন যোগ হলো বাস্কেটবলে সবুজ মিয়ার। ব্ল্যাক লাইসেন্স পেয়ে বাংলাদেশের বাস্কেটবলের একমাত্র এলিট রেফারি হয়েছেন সবুজ মিয়া। 

তিনটি পর্যায়ে বাছাই পরীক্ষার পর শনিবার তার ব্ল্যাক লাইসেন্সের খবর বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনে ইমেইল করে জানিয়েছে আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (ফিবা)। 

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার বলেন, ‘এটা আমাদের জন্য খুব সুখবর। বাংলাদেশের বাস্কেটবল ফেডারেশন তাকে সব সময় সহযোগিতা করেছে, ভবিষ্যতেও করবে।’

দেশের একমাত্র আন্তর্জাতিক বাস্কেটবল রেফারি সবুজ মিয়া বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত আছেন। তিনি বর্তমানে এপিবিএনে কর্মরত থেকে পুলিশের চাকুরীর পাশাপাশি একই সঙ্গে বাস্কেটবল রেফারিং ও বাস্কেটবল কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই লাইসেন্স পাওয়ায় এশিয়ার মধ্যে সব আন্তর্জাতিক ম্যাচে রেফারিং করতে পারবেন তিনি। 

২০১২ সালের ১৪-১৬ অক্টোবর ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাস্কেটবল রেফারিজ ক্লিনিকে অংশ নিয়ে আন্তর্জাতিক রেফারির লাইসেন্স পেয়েছিলেন সবুজ মিয়া। তিনি পরবর্তীতে ২০১৩, ২০১৬ ও ২০১৯ সালে ফিবা গেমস অফিসিয়ালস লাইসেন্সিং পরীক্ষায় অংশ নেন।

এজেড/টিআইএস