দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর বাংলাদেশ গেমস। প্রায় সব ডিসিপ্লিনই অন্তর্ভুক্ত থাকে এই গেমসে। গত বছর ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের জন্য গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ছিল। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের শনিবারের কার্যনির্বাহী কমিটির সভায় আগামী ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। 

সভা শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘ভ্যাকসিন আসলে করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে। সামগ্রিক দিক বিবেচনা করে আমরা গত বছরের ১-১০ এপ্রিলই রেখেছি।’ 

গেমস হলেও করোনার জন্য খেলোয়াড় সংখ্যা কমবে বলে জানালেন বিওএ মহাসচিব, ‘আমরা ডিসিপ্লিন সংখ্যা আগেরটা রেখে , খেলোয়াড় সংখ্যা কিছুটা কমাতে চাইছি। ডিসিপ্লিন কমালে অনেক খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না। এজন্য আমরা ডিসিপ্লিন কমানোর পরিবর্তে, কিছু ডিসিপ্লিনের এন্ট্রি কমিয়ে দিচ্ছি।’

বিওএ’র তথ্য মতে, আসন্ন গেমসে খেলোয়াড়, টীম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ আনুমানিক ৮,৫০০ জন অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ গেমসের প্রস্তুতির জন্য ফেডারেশনগুলোকে নির্দেশনা দেবে ফেডারেশন। এই ব্যাপারে বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘আমরা খুব শীঘ্রই ফেডারেশনগুলোর সঙ্গে বসব। অনেক ফেডারেশনের নিজস্ব সূচি রয়েছে,অনেকের নানা সমস্যা রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করে সুন্দর একটি গেমস উপহার দেব।’

এজেড/এনইউ