ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস
ক্যারমে চ্যাম্পিয়ন রাফি ও লিসা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ইনডোর গেমসের পুরুষ ক্যারম এককের ফাইনালে সময়ের আলো’র রফিক রাফি ও নারী ক্যারম এককের ফাইনালে ভয়েজ অব এশিয়া’র মাকসুদা লিসা চ্যাম্পিয়ন হয়েছেন।
আজ রোববার পুরুষ এককের ফাইনালে জাগো নিউজের সাঈদ শিপন বেস্ট অব থ্রিতে (১-২) রফিক রাফির কাছে পরাজিত হয়ে রানার আপ হয়েছেন। তৃতীয় স্থান অর্জন করেছেন আমার দিনের আরাফাত দাড়িয়া।
বিজ্ঞাপন
নারী ক্যারম এককে মাকসুদা লিসার কাছে পরাজিত হয়ে রানার আপ হয়েছেন সমকালের সাজিদা ইসলাম পারুল এবং তৃতীয় স্থান অর্জন করেছেন জনকণ্ঠের স্বপ্না চক্রবর্তী।
বিজ্ঞাপন
খেলা পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআরইউ’র যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, ক্রীড়া উপ-কমিটির সদস্য রকিবুল ইসলাম মানিক, জাকির হুসাইন, নাদিয়া শারমীন, মোশকায়েত মাশরেক প্রমুখ।
এজেড/এমএইচ