দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাব ওয়ারী। টেবিল টেনিসে আসন্ন ফেডারেশন কাপ ও লিগের জন্য দল গঠন করেছে দেশের সবচেয়ে প্রাচীন ক্লাবটি। গত তিন দশক ধরে ওয়ারী ক্লাব দল টিটির সর্বোচ্চ স্তরে খেলছে। সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার বিভাগে ওয়ারীর সেই অর্থে সাফল্য নেই। এবার আসন্ন ফেডারেশন কাপ ও লিগে শিরোপায় চোখ ক্লাবটির। 

বাংলাদেশ টেবিল টেনিসের তরুণ ও প্রতিভাবানদের নিয়ে দল গড়েছে ওয়ারী। সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসে স্বর্ণজয়ী এবং বাংলাদেশে প্রথমবারের মতো বালক ও পুরুষ এককে একইসঙ্গে চ্যাম্পিয়নশিপ বিজয়ী মুহুতাসিন আহমেদ হৃদয়, গত এসএ গেমসের পুরুষ দলগত বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ পদক জয়ী দলের সদস্য ও সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমসের এককে রৌপ্য পদক বিজয়ী রিফাত মাহমুদ সাব্বির, এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হিসেবে গণ্য হওয়া রামহিম লিওন বমও রয়েছেন ওয়ারীতে।

ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মিরাজ বলেন,‌ আমরা টিটিতে এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গড়েছি। গত বার যারা চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তাদের নিয়ে আমরা এবার দল গড়েছি। এই খেলোয়াড়রা এখনই বাংলাদেশের পুরুষ একক শাসন করা শুরু করেছে এবং আশা করি এদের মাধ্যমেই দেশের টিটিতে স্বর্ণযুগ শুরু হবে। দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব পাব আমরা। ওয়ারী ক্লাবের পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানাই। তাদের সমর্থনে এই ভালো দল। আশা করি শিরোপা জেতে সমর্থকদের প্রত্যশা পূরণে সম্ভব হবে।

এজেড/এমএইচ