বাংলাদেশের দাবা পাঁচ জন গ্র্যান্ডমাস্টারে থেমে আছে সেই ২০০৯ সাল থেকে। আগামী ৩-৫ বছরের মধ্যে নতুন গ্র্যান্ডমাস্টার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড.বেনজির আহমেদ। 

আজ (সোমবার) রাজধানীর এক হোটেলে শেখ কামাল আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে তিনি বলেন, ‘আমরা দাবা ফেডারেশন সাম্প্রতিক সময়ে অনেক টুর্নামেন্ট আয়োজন করছি। আমরা দুই জন আন্তর্জাতিক মাস্টার পেয়েছি (ফাহাদ রহমান ও শিরিন)। করোনা পরিস্থিতি না থাকলে হয়তো আমাদের আইএম সংখ্যা আরও বাড়ত। আমাদের পরবর্তী লক্ষ্য জিএমদের নিয়ে টুর্নামেন্ট করা। আশা করছি আগামী ৩-৫ বছরের মধ্যে নতুন জিএম পাব।’ 

জিএম হওয়ার জন্য নর্ম অর্জন করতে হয়। করোনাকালীন সময়ে নর্ম অর্জন একটু কষ্টসাধ্যই। নর্ম নিয়ে বিশ্ব দাবা সংস্থার সঙ্গে আলোচনার কথা জানালেন সভাপতি, ‘আমরা ফিদের সঙ্গে আলোচনা করছি। এশিয়ান দাবার ডিরেক্টর আমাদের প্রশংসা করছে তার বক্তব্যে। এশিয়ার মধ্যে বাংলাদেশ করোনাকালে সবচেয়ে গতিশীল ছিল দাবা আয়োজনে।’ 

দাবা ফেডারেশন সামনে প্রধানমন্ত্রীর জন্মদিন, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করবে। ফেডারেশনের পরিকল্পনা সম্পর্কে ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমরা আগামী বছর প্রথম বারের মতো নারী লিগ করব। স্কুল দাবাও বিশেষভাবে হবে। অতি শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রী ও শহীদ শেখ রাসেলের নামে আন্তর্জাতিক টুর্নামেন্ট করব।’ শেখ কামালের মতো আসন্ন দুই টুর্নামেন্টেও পৃষ্ঠপোষক হিসেবে থাকার আশাব্যক্ত করেছেন ফেডারেশনের সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, ‘আমরা অবশ্যই এ টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত থাকতে চাই।’ 

এজেড/এমএইচ