যুব হ্যান্ডবল শুরু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ওয়ালটন জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩২-১১ গোলে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে।
বিজয়ী দল প্রথমার্ধে ১৮-০১ গোলে এগিয়েছিল। অন্যান্য খেলায় কুষ্টিয়া, চাপাঁইনবাবগঞ্জ, জামালপুর ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা জয়ী হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার। উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
বিজ্ঞাপন
পানি সম্পদক উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন,‘ ক্রীড়াঙ্গনেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। হ্যান্ডবল দেশের একটি জনপ্রিয় খেলা। জেলা পর্যায়ে হ্যান্ডবল টুর্নামেন্ট হচ্ছে। এই যুব টুর্নামেন্টের খেলোয়াড়রা একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে সুনাম বয়ে আনবে।’
এই প্রতিযোগিতায় বালক বিভাগে ১২ দল ও বালিকা বিভাগে ৮ দল অংশগ্রহণ করছে। বালক বিভাগের চার গ্রুপের চ্যাম্পিয়ন দল ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনাল খেলবে।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ