জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবার তৃতীয় রাউন্ডে বাংলাদেশি গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান মুখোমুখি হয়েছিলেন ভারতীয় প্রতিযোগী শুভায়ন কুন্ডুর/দাবা ফেডারেশন

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ভারতের তিন আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ, মোহাম্মদ নুবাইর শাহ শেখ ও সায়ন্তন ঘোষ। আড়াই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে  গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ইউক্রেনের আন্দ্রে সুমিতস, চেক রিপাবলিকের গ্র্যান্ড মাস্টার আলেক্সি কিসলিনিস্কি, ভারতের আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ, আন্তর্জাতিক মাস্টার কুস্তভ চ্যাটার্জী ও আন্তর্জাতিক মাস্টার সামিত জয়কুমার শেঠী। 

তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মিত্রভা আন্তর্জাতিক মাস্টার নীলেশ সাহাকে, আন্তর্জাতিক মাস্টার নুবাইরশাহ মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্পিতা মূখার্জীকে, আন্তর্জাতিক মাস্টার সায়ন্তন ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকৈ, গ্র্যান্ড মাস্টার সুমিতস ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে, গ্র্যান্ড মাস্টার কিসলিনিস্কি ইরানের গ্র্যান্ড মাস্টার মোসাদ্দেকপৌর মাসুদকে, আন্তর্জাতিক মাস্টার অরন্যক শ্রীলংকার ফিদে মাস্টার পিয়ুমানথা সাসিথ নিপুনকে, আন্তর্জাতিক মাস্টার কুস্তভ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সুভায়ন কুন্ডুকে, আন্তর্জাতিক মাস্টার জয়কুমার শ্রীলংকার ক্যান্ডিডেট মাস্টার লিয়ানগে রানিনদু দিলশানকে, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার যুভারেখ ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, ভারতের গ্র্যান্ড মাস্টার দীপ সেনগুপ্তা ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে, ভারতের আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ পল অনত চৌধুরীকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিনকে, ভারতের সৌরথ বিশ্বাস ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, ফিদে সেখ নাসির আহমেদ শওকত হোসেন পল্লবকে, ইরানের গ্র্যান্ড মাস্টার গায়েম এহসান মাগামী জাবেদ আল আজাদকে, ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন লাভলুকে, শফিক আহমেদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন ওয়াদিফা আহমেদকে, ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান মোহাম্মদ শামীমকে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে, কাজী জারিন তাসনিম দেলোয়ার হোসেনকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস মোঃ শরীয়তউল্লাহকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ মারযুক চৌধুরীকে এবং সাকলাইন মোস্তফা সাজিদ মোর্তুজা মাহাথির ইসলামকে পরাজিত করেন। 

গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব বেলজিয়ামের গ্র্যান্ড মাস্টার ভাদিম মালাকাটকোর সাথে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের আন্তর্জাতিক মাস্টার সংকলপ গুপ্তর সাথে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ কিরগিজিস্তানের আন্তর্জাতিক মাস্টার আসিল আবদিজাবারের সাথে, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীর সাথে, স্বর্নাভো চৌধুরী ভারতের সংকেত চক্রবর্তীর সাথে ও মোঃ সাজিদুল হক ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সাথে ড্র করেন।  আগামীকাল চতুর্থ রাউন্ডের খেলা।

এজেড/এনইউ