২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপের খেলা। সেখানে অংশ নিতেই আজ (শনিবার) রওয়ানা হচ্ছেন সাতজন খেলোয়াড়। এর মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় দলের এক জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।

‘এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছি আমরা। লক্ষ্য ভালো খেলা। আসলে ভাল করতে হলে আরও ভাল কোচ আমাদের প্রয়োজন। যত ভালোমানের কোচ আমরা পাব, তত ভালো করতে পারবো।’, এশিয়ান গেমসে যাওয়ার আগে কথাগুলো বলেন দেশের এক নম্বর টিটি খেলোয়াড় সাদিয়া রহমান মৌ। 

কাতারগামী দলের সদস্যরা হলের-মুহতাসিন আহমেদ, মোফরাদুল সজীব, সাব্বির হোসেন ও রামহীম বম এবং সাদিয়া রহমান মৌ, সোনম সুলতানা সোমা ও নওরিন সুলতানা মাহি। এই টুর্নামেন্টের দুই রাউন্ডে জিততে পারলে ২৩-২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিতব্য বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে কোটা পাবেন খেলোয়াড়রা। 

ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি। এ সময় রুপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক, বাংলাদেশ আনসারের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার ফরিদ হাসান ও ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 

এজেড/এমএইচ