ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতায় পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যেখানে মহিলা বিভাগে প্রথম খেলায় বাংলাদেশ আনসার ৩-০ সেটে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।

পুরুষ বিভাগের খেলায় বাংলাদেশ পুলিশ ৩-০ সেটে বাংলাদেশ জেলকে পরাজিত করে। পুরুষ বিভাগের দ্বিতীয় ম্যাচে নৌবাহিনী একই ব্যবধানে ফায়ার সার্ভিসকে পরাজিত করে। মঙ্গলবার মহিলা বিভাগের কোনো ম্যাচ নেই। পুরুষ বিভাগে তিনটি ম্যাচ রয়েছে। 

অন্যদিকে আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিজয় দিবস হকি। পাচ দলের টুর্নামেন্টে চার সার্ভিসেস দলের সঙ্গে রয়েছে সোনালী ব্যাংক। পাচ দলের টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল চারটি ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ২৬ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলবে। 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও সেনাবাহিনী। এই উপলক্ষ্যে সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। 

এজেড/এমএইচ