২৬ বছর আগের অবস্থানেই বাংলাদেশ
মিখাইল ক্রাসেনকো/ঢাকাপোস্ট
শহীদ শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারস দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন পোল্যান্ডের দাবাড়ু মিখাইল ক্রাসেনকো। বাংলাদেশের আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বেশ উচ্ছ্বসিত এই পোলিশ দাবাড়ু, ‘আমি শুরুর রাউন্ডগুলোতে পিছিয়ে ছিলাম। শেষের দিকে ক্রমান্বয়ে জেতায় এই অবস্থানে আসতে পেরেছি।’
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজন ও টুর্নামেন্টের মান নিয়ে প্রশংসা করলেন এই দাবাড়ু, ‘টুর্নামেন্টটি অনেক ভালো হয়েছে। মেধাবী অনেক দাবাড়ু অংশগ্রহণ করেছেন। করোনা পরিস্থিতির মধ্যে দারুণ ব্যবস্থাপনা। খেলা,আবাসন, খাবার একই হোটেলে। এতে সবার জন্য সুবিধা হয়েছে।’
বিজ্ঞাপন
গ্র্যান্ডমাস্টার এই টুর্নামেন্টে সুযোগ ছিল নর্ম অর্জনের। এই টুর্নামেন্টে তিনটি নর্ম হয়েছে। ভিন দেশের দাবাড়ুরা নর্ম অর্জন করলেও স্বাগতিক বাংলাদেশের কোনো দাবাড়ুর নর্ম হয়নি।
দাবা ফেডারেশনের আয়োজন ও ব্যবস্থাপনার প্রশংসা করলেও বাংলাদেশের দাবার সার্বিক ব্যাপারে আশাব্যাঞ্জক মন্তব্য করতে পারেননি, ‘১৯৯৫ সালে বাংলাদেশে আমি কোচ হিসেবে এসেছিলাম। ২৬ বছর আগে যেমন দেখেছি, খেলতে এসেও অনেকটা সেই রকমই পেলাম। আগের তারকা খেলোয়াড়রাই এখনও তারকা।’ এ থেকে উত্তরণের উপায় দেখিয়েছেন তিনি, ‘নতুন খেলোয়াড় তৈরি করা ছাড়া বিকল্প নেই। ভারত দাবায় অনেক এগিয়েছে। বাংলাদেশ শুধু গ্র্যান্ডমাস্টার নয়, আইএম আরো অনেক কিছুতেই ভারতের চেয়ে পিছিয়ে।’
বিজ্ঞাপন
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের প্রথম কোচ ক্রাসেনকা। বাংলাদেশ দাবা ফেডারেশন তাকে এই মাসে কোচ হিসেবে রেখে দিচ্ছেন। পুনরায় বাংলাদেশে কোচিংয়ের বিষয়ে বলেন, ‘টুর্নামেন্ট শেষ হলেও আমি থাকব কিছু দিন,কোচিং করাব।’
এজেড/এনইউ