দুরন্ত গতিতে সাইকেল চালিয়ে মুজিববর্ষ দুরন্ত মাউন্টেইনবাইক রেসে চ্যাম্পিয়ন হয়েছেন রাকিবুল ইসলাম। শনিবার বান্দরবানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১০০ কিলোমিটার রেসে শিরোপা জিততে তিনি সময় নেন চার ঘণ্টা ৫২ মিনিট ০১ সেকেন্ড। চার ঘণ্টা ৫৩ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে রানারআপ হন সায়েম মাহমুদ। চার ঘণ্টা ৫৩ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন শাহাদাত হোসেন।

দিনব্যাপী মাউন্টেইন বাইকের ১০০ কিলোমিটার রেসে অংশ নেন একশ’জন পুরুষ সাইক্লিষ্ট। বান্দরবানের রাজার মাঠ থেকে শুরু হয়ে নীলগিরী অতিক্রম করে নিল দিগন্ত পর্যটন কেন্দ্র থেকে ইউটার্ন নিয়ে মিলনছড়ি পুলিশ চেকপোস্টে খেলা শেষ করেন সাইক্লিষ্টরা।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সাইক্লিং ফেডারেশনের সহসভাপতি অ্যাডভোকেট সানজিদা খানমের সভাপতিত্বে এ সময় সহসভাপতি আবদুল গাফফার, সাধারন সম্পাদক তাহের উল আলম চৌধুরী এবং বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা উপস্থিত ছিলেন। 

এজেড/এমএইচ