বলবয়দেরও খেয়াল রাখেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল/ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়ানুরাগ সর্বজনবিদিত। কাজের ব্যস্ততার মধ্যেও ক্রিকেট, ফুটবল ম্যাচ সরাসরি দেখতে মাঠে চলে আসেন। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শুধু ক্রীড়াবিদ, সংগঠকই নন বলবয়দের দিকেও খেয়াল রাখেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রীর ক্রীড়ার প্রতি ভালোবাসার বিষয় বলতে গিয়ে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় খেলাধুলার খোঁজ রাখেন। করোনা ও রমজানের সময় একদিন ঘড়ির দিকে খেয়াল না করেই ফোন করেছিলাম প্রধানমন্ত্রীকে। ঘড়ির দিকে চোখ পড়তেই কল কেটে দিই। উনি ১০-১৫ সেকেন্ড পরেই ফোন করেন। করোনা আক্রান্ত ক্রীড়াবিদ ও সংগঠকদের আর্থিকভাবে সাহায্যের বিষয়টি আলোচনা করি। উনি তাৎক্ষণিকভাবে আমাকে আর্থিক অনুদানের নিশ্চয়তা দেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী জানান, পরে একদিন মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করি, অনুদানের অর্থ ক্রীড়াবিদ ও সংগঠকদের দেয়া হয়েছে। তখন তিনি বলেন, ‘শুধু খেলোয়াড়-সংগঠক নয়, যারা খেলার সময় বল সংগ্রহ করে তাদেরও সহায়তা করবে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা এমনিতেই ক্রীড়াবিদ ও সংগঠকদের পাশে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি আন্তরিক। তিনি ক্রীড়াবিদদের আরো বেশি সহায়তা করার জন্য আমাদের আর্থিক অনুদান দিয়েছেন। বঙ্গবন্ধু ক্রীড়া কল্যাণসেবী ট্রাস্ট এখন আগের চেয়ে আরো বেশি আর্থিক সহায়তা দিচ্ছে।
বিজ্ঞাপন
এজেড/এনইউ/জেএস