দেশের অন্যতম সেরা ও টানা দুই এসএ গেমসে স্বর্ণজয়ী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত করোনামুক্ত হয়েছেন। আজ (রোববার) তিনি করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। গত ৭ ডিসেম্বর তিনি পজেটিভ হন। এ কারণে হওয়ার জন্য তিনি উজবেকিস্তানে ভারত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি। 

এই টুর্নামেন্টে অংশ না নিতে পারায় আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে তার অংশগ্রহণ খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছে। করোনামুক্ত হয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া মাবিয়ার, ‘কিছুটা খারাপ লাগছে কমনওয়েলথ গেমসে খেলা খানিকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আবার এক দিকে ভালো লাগছে এই খেলার জন্য টেস্ট করানো হয়েছে। না হলে হয়তো জানতামই না আমার করোনা হয়েছে। তেমন কোনো উপসর্গই ছিল না।’

প্রায় দুই সপ্তাহ করোনা পজিটিভ থাকাবস্থায় তেমন কোনো শারীরিক জটিলতা ছিল না। তবে এখন খানিকটা দুর্বলতায় ভুগছেন। করোনা নেগেটিভ হলেও অনুশীলনে ফিরতে কিছুটা সময় নেবেন তিনি, ‘আমি চিকিৎসক শফিকুল ইসলাম রতনের পরামর্শ নিচ্ছি। তিনি আমাকে আরো কিছু দিন বিশ্রাম নেয়ার কথা বলেছেন। এই বছর হয়তো আমি অনুশীলনে নামব না। নতুন বছরে নতুন উদ্দ্যমে শুরু করব ইন শা আল্লাহ।’

এজেড/এমএইচ/এটি