কমনওয়েলথ গেমসের ব্যাটন এখন বাংলাদেশে
বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ব্যাটন আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শ্রীলঙ্কার কলম্বো থেকে ঢাকায় এই ব্যাটন এসেছে। বাংলাদেশের পক্ষে এই ব্যাটন প্রথমে গ্রহণ করেন অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
বিমানবন্দরে ব্যাটন হস্তান্তরের ছোট পর্ব ছিল। সেই পর্বে শ্রীলঙ্কা থেকে আগত ব্যাটন অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজার হাতে তুলে দেয়া হয়। বিওএ সভাপতি দেশের অন্যতম দুই কৃতি অ্যাথলেট রোমান সানা ও মারজানা আক্তার প্রিয়ার হাতে ব্যাটন হস্তান্তর করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।
বিজ্ঞাপন
ব্যাটন আগমন উপলক্ষে এক র্যালি ও শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা ও র্যালির মধ্য দিয়ে ব্যাটন ঢাকা সেনানিবাসে পৌঁছাবে। আগামীকাল সকালে ব্যাটন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হবে।
বিকেএসপি থেকে কমনওয়েলথ পদকজয়ী দুই শ্যুটার বিকেলে ব্যাটন ব্রিটিশ হাইকমিশনে আনবেন। সেখানে ব্যাটন কয়েক ঘণ্টা অবস্থানের পর ঢাকা সেনানিবাসে ফিরে যাবে। বাংলাদেশে এই ব্যাটন ১০ জানুয়ারি পর্যন্ত থাকবে৷ ৮ ও ৯ জানুয়ারি ব্যাটন নিয়ে ভিন্ন কর্মসূচি রয়েছে।
বিজ্ঞাপন
এজেড/এনইউ