৪০ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ১১ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেট মাস্টার জান্নাত শিরোপা জয় করেন। ক্যান্ডিডেট মাস্টার জান্নাত, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা প্রত্যেকেই ১১ খেলায় সাড়ে আট পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে এদের স্থান নির্ধারণ করা হয়। টাইব্রেকিংয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাত চ্যাম্পিয়ন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা রানার-আপ, আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন তৃতীয় ও মহিলা ফিদে মাস্টার ইভা চতুর্থ হন। 

আট পয়েন্ট করে অর্জন করেন চার জন খেলোয়াড়। টাইব্রেকিংয়ে বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালকুদার পঞ্চম, রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী ষষ্ঠ, বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম সপ্তম ও ওয়ারসিয়া খুশবু অষ্টম স্থান লাভ করেছেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশের ইশারত জাহান দিবা নবম, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম দশম, বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলো একাদশ ও বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ দ্বাদশ স্থান লাভ করেন। 

শেষ রাউন্ডের খেলায় খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাত মহিলা ফিদে মাস্টার ইভার সাথে ড্র করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন মহিলা ফিদে মাস্টার নোশিনকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আলোকে, জারিন দিবাকে, প্রতিভা ঠাকুর জানিয়া হককে, জান্নাতুল ইয়ন সরকারকে ও ওয়াদিফা আফরিন জাহান মুনিয়াকে পরাজিত করেন। খুশবু মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের বিরুদ্ধে ওয়াক ওভার পান। ১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এবারের জাতীয় মহিলা দাবায় রেকর্ড সংখ্যক ৯৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

রোল অব অনার : 
১৯৭৯-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ১৯৮০--আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮১--আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮২-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ১৯৮৩-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ১৯৮৪-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ১৯৮৫-ইয়াসমীন বেগম
 ১৯৮৬-ইয়াসমীন বেগম 
 ১৯৮৮- ান্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ১৯৮৯-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
 ১৯৯০-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ১৯৯১-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন,
১৯৯২--আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ১৯৯৩-মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা
 ১৯৯৪-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন
 ১৯৯৫-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
 ১৯৯৬-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ১৯৯৭- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
 ১৯৯৮-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ১৯৯৯- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ২০০০-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা
 ২০০১- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ২০০২- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
২০০৩- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
 ২০০৪-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ২০০৫- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা,
২০০৬- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০৭- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০৮- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ২০০৯-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন
২০১০- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা
২০১১- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ২০১২- মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন
২০১৪- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা
২০১৫- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা
২০১৬-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা
 ২০১৭-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন
 ২০১৮- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
 ২০১৯- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০২১- মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস।
এজেড/