ফাইল ছবি

এশিয়ান অনলাইন শ্যুটিংয়ে পর সিঙ্গাপুর অনলাইন শ্যুটিংয়ে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের শ্যুটাররা। মঙ্গলবার গুলশানের শুটিং রেঞ্জে দাঁড়িয়ে ফাইনালে ১১৪.৭ স্কোর করে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে অষ্টম হয়েছেন বাংলাদেশের শুটার শাকিল আহমেদ। 

পিস্তলের মতো এয়ার রাইফেলেও সফল হননি শ্যুটাররা। ১০ মিটার এয়ার রাইফেলে ২০৬.৩ স্কোর করে চতুর্থ হন আবদুল্লাহ হেল বাকী। খুব কাছে গিয়েও ব্রোঞ্জ জিততে পারেননি তিনি। কমনওয়েলথে রৌপ্য পদকজয়ী শ্যূটার বাকী কিছুটা হতাশ ব্রোঞ্জপদক হাতছাড়া হওয়ায়।

তিনি বলেন, ‘করোনার জন্য অনেক খেলা বন্ধ। এর মধ্যে অনলাইন প্রতিযোগিতা চলছে। এই পরিস্থিতির মধ্যে একটি আন্তর্জাতিক পদক আসলে মানসিকভাবে উদ্দীপ্ত ও উৎসাহিত থাকতাম।’ 

বাকীর ইভেন্টে ১৪০.৩ স্কোর করে সপ্তম হন রিসালাতুল ইসলাম। এই বিভাগে নারীদের মধ্যে সৈয়দা আতকিয়া হাসান ১৬৩.৬ স্কোর করে ষষ্ঠ হয়েছেন। বাছাই পর্বে বাকি ৬২৩.২, রিসালাতুল ইসলাম ৬১৬.৫ এবং আতকিয়া হাসান ৬২০ স্কোর করে ফাইনাল রাউন্ডে উঠেছিলেন।

পিস্তল ইভেন্টে নারীদের বিভাগে আরমিন আশা ১১৪.২ স্কোরে সপ্তম এবং আনজিলা আমজাদ ১৩২.৬ স্কোরে অষ্টম হন। এর আগে শাকিল ৫৭৫, আরমিন আশা ৫৭১ ও আনজিলা আমজাদ ৫৬৪ স্কোর করে ফাইনালে কোয়ালিফাই করেছিলেন।
 
উল্লেখ্য, গত সপ্তাহে অনুষ্ঠিত এশিয়ান অনলাইন শ্যুটিংয়ে বাকী এয়াররাইফেল ইভেন্টে ১৪তম ও পিস্তল ইভেন্টে শাকিল ২২ তম হয়েছিলেন। 

এজেড/এমএইচ