জাতীয় জুনিয়র দাবায় শীর্ষে মনন ও ওয়ালিজা
ওয়ালটন জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগের পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় পূর্ণ পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে ৯ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
বালিকা বিভাগে পঞ্চম রাউন্ড শেষে পূর্ণ পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম ও বাংলাদেশ পুলিশের ইশরাত জাহান দিবা। সাড়ে তিন পয়েন্ট নিয়ে পাঁচ দাবাড়ু বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও নুশরাত জাহান, বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা, চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ও পাবনার মেহজাবিন আক্তার জুবাইদা মিলিতভাবে তৃতীয় স্থানে।
বিজ্ঞাপন
আজ (শনিবার) ওপেন বিভাগের পঞ্চম রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার নীড় মহিলা ফিদে মাস্টার নোশিনকে, ফিদে মাস্টার সুব্রত স্বর্ণাভোকে, ফিদে মাস্টার তাহসিন মো. আজমাইন পারভেজ সায়রকে, সাজিদ মো. আনোয়ার হোসেনকে, জাস্টিন মোহাম্মদ সাগর উল্লাহকে, দিব্য দাস মোর্তুজা মুহতাদি ইসলামকে, মাহাথির সিয়াম চৌধুরীকে, আফসান মো. সাজিদুল হককে, তাহমিদ আয়ান রহমানকে ও সৌরদীপ মোহাম্মদ শফিকুল ইসলামকে পরাজিত করেন।
বালিকা বিভাগের পঞ্চম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ক্যান্ডিডেট জান্নাতকে, জারিন লুবাবাকে, দিবা তাসনিয়া তারান্নুম অর্পাকে, আলো মাযুকা মোর্কারামাকে, ওয়াদিফা জান্নাতুল ফেরদৌসীকে এবং জুবাইদা অপ্সরা আলী খানকে পরাজিত করেন। উভয় বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলা আগামীকাল (রোববার)।
বিজ্ঞাপন
এজেড/এইচকে