অনেক দিন অচলাবস্থা ছিল টেনিসের। নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেয়ার পর সেই পরিস্থিতি খানিকটা দূর হচ্ছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযেগিতায় অংশ নিচ্ছে এবং এই বছরের একটি বর্ষপঞ্জিও প্রকাশ করেছে। 

টেনিস ফেডারেশনের নতুন সভাপতি নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি আজ আইটিএফ এশিয়া অ-১৪ টুর্নামেন্টের উদ্বোধনের পর উপস্থিত সাংবাদিকদের বলেন,‘বিশ্বের অনেক দেশকে আমরা চিনি একজন টেনিস খেলোয়াড়ের মাধ্যমে। আমরা বাংলাদেশেও এ রকম একজন টেনিস খেলোয়াড় খুঁজছি। সেই একজন তৈরির জন্য আমরা কাজ করছি’। 

ক্রিকেটে মাশরাফি, সাকিব ফুটবলে জামাল ভূঁইয়া,মামুনুল হকিতে জিমি, চয়ন দাবায় নিয়াজ, জিয়ারা আইকন। তাদের দেখে পরবর্তী প্রজন্ম বেড়ে উঠে। টেনিস ফেডারেশন এ রকম একজন আইকন বের করার চেষ্টা করছে। 

এক সময় বাংলাদেশে আন্তর্জাতিক টেনিসের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডেভিস কাপ অনুষ্ঠিত হতো। মাঝে বেশ কয়েক বছর নানা জটিলতা ও সীমাবদ্ধতা সেটি হয়নি। ফেডারেশনের নতুন সভাপতি ডেভিস কাপ করার আশ্বাস দিলেন, ‘আমরা অবশ্যই ডেভিস কাপ আয়োজন করব। সেটা আশা করি দ্রুতই পারব।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার চলতি বছরেই ডেভিস কাপ আয়োজন হতে পারে বলে জানান।

নতুন বছরের প্রথমেই আইটিএফ এশিয়া অ-১৪ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ সহ কম্বোডিয়া, লাওস, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ,মালদ্বীপ ও পাকিস্তান অংশগ্রহণ করছে। আজ রোববার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আগামীকাল থেকে খেলা শুরু হবে। 

এজেড/এটি